শামীম হাসান মিলন, চাটমোহর (পাবনা) : পাবনার চাটমোহর ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনে কেএম বেলাল হোসেন স্বপন (পুনরায়) সভাপতি এবং  মো: আব্দুল মুতালিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ।

শুক্রবার চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮ থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে গণনা শুরু করা হয়। গণনা শেষে রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন ব্যবসায়ী সমিতির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার চাটমোহর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক নজরুল ইসলাম।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে কে এম বেলাল হোসেন স্বপন (চেয়ার) ৫৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী একেএম সাইদুল হক কিসলু (ছাতা) পেয়েছেন ২৯৪ ভোট। অপর প্রার্থী হাজী মোজাম্মেল হক (আনারস) পেয়েছেন ১১২ ভোট।

সাধারন সম্পাদক পদে আব্দুল মোত্তালিব (বাইসাইকেল) ৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিশ্বজিত জোয়ার্দ্দার মিঠুন (মাছ) পেয়েছেন ২৪৭ ভোট। অপর প্রার্থী জহুরুল ইসলাম (মোরগ) পেয়েছেন ৬৩ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে শেখ মো: জিয়ারুল হক সিন্টু, সহ-সাধারন সম্পাদক পদে সাহাবুল আলম শাপলা, কোষাধ্যক্ষ পদে ইউনুস আলী, প্রচার সম্পাদক পদে নজরুল ইসলাম বাণিজ্যিক সম্পাদক পদে নুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য পদে সাইফুল ইসলাম ও তাইজুল ইসলাম খাঁ সদস্য নির্বাচিত হয়েছেন।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন-সাংগঠনিক সম্পাদক পদে এনামুল হক, দপ্তর সম্পাদক পদে নুর মোহাম্মদ রান্টু এবং সমাজ কল্যাণ সম্পাদক পদে রবিউল ইসলাম। সমিতির মোট ভোটার সংখ্যা ১ হাজার ২৮ জন। ৯৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

(এসএইচএম/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০১৮)