মাদারীপুর প্রতিনিধি : প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ৮৪ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে শুক্র ও শনিবার দুইদিন ব্যাপী সুনীল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। তার জন্মভূমি মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার থানার পূর্ব মাইজপাড়া গ্রামে অনুষ্ঠিত সুনীল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার সমাপ্ত হয়েছে। 

দুইদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদারীপুর জেলার ও কালকিনি উপজেলার স্থানীয় আবৃত্তিশিল্পীরা সুনীলের প্রখ্যাত লেখা কবিতাবলি আবৃত্তি করেন। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নিয়ে কবিতা, গান ও নাচ পরিবেশন করেন। সুনীল মেলায় ৫টি স্টল ছিলো। এতে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গ্রন্থাবলি পাওয়া গেছে।

কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে সুনীল মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, উপজেলার নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।


(এএসএ/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০১৮)