স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল পাকিস্তান। দুইটি  গোলের মধ্যে প্রথমটি করেছেন মোহাম্মদ রিয়াজ। দ্বিতীয়টি করেছেন হাসান বশির। সাফ সুজুকি কাপে শনিবার ‘এ' গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভুটান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল চারটায়।

ম্যাচে বল দখলের লড়াইয়ে অবশ্য এগিয়ে ছিল ভুটান। প্রথমার্ধে ৫৭ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে তারা। ৪৩ শতাংশ সময় ধরে বল নিয়ন্ত্রণে রাখে পাকিস্তান। বল দখলের লড়াইয়ে পিছিয়ে থাকলেও কাজের কাজটি করেছেন পাকিস্তান।

ম্যাচের ২১তম মিনিটে ভুটানের গোলরক্ষককে বোকা বানান মোহাম্মদ বশির। ২৯তম মিনিটে পাকিস্তানকে ২-০ গোলে এগিয়ে দেন হাসান বশির।

এর আগে নেপালের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল পাকিস্তান। তারপর বাংলাদেশের কাছে ১-০ গোলে হারে তারা। সেমিফাইনালে উঠতে হলে আজকের ম্যাচটিতে জয় পাওয়া পাকিস্তানের খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে পাকিস্তান জয় পেলে আর দিনের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশ জয় পেলে কিংবা ড্র করলে ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশ ও পাকিস্তান সেমিফাইনালে উঠবে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০১৮)