রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে  শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা সদরের সীমান্তবর্তী ছয়ঘরিয়া চৌকিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স এর জি সি সি প্রকল্পের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য রালী সীমান্তের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুইজ, মোরগ লড়াই, অঙ্ক প্রতিযোগিতা, বালিশ ধরাসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ীদের পুরষ্কার বিতরণ করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো: আনারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো:মনিরুজ্জামান, সহকারী শিক্ষিকা মেরিনা পারভীন ও সুরাইয়া খাতুন ও বিটিএস এর কর্মী বৃন্দ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আনারুল ইসলাম বলেন, একটি শিক্ষিত জাতি ছাড়া একটি সমৃদ্ধশালী দেশ গড়া সম্ভব নয়। এজন্য বাড়ির অভিবাবকদের শিশুদের যথাসময়ে স্কুলে ভর্তি করানোর পাশাপাশি ত দের পড়াশুনা যাতে মাঝ পথে বন্ধ না হয়ে যায় সেজন্য আন্তরিক হতে হবে। সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে সকলকে একযোগে কাজ করতে হবে।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সি এম মো: আব্দুল আলীম।

িআরকে/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০১৮)