আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৭তম আন্তঃ স্কুল ও মাদ্রাসা ক্রিড়া প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে।  ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, সাঁতার এই চারটি ইভেন্টের অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

শনিবার বিকেলে উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের ফুটবল খেলায় ভেগাই হালদার পাবলিক একাডেমী ২-১ গোলে রাংতা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এর আগে ফুটবলে ২০টি দল, হ্যান্ডবলে ৯টি দল, ছেলেদের কাবাডিতে ৬টি ও মেয়েদের কাবাডিতে ৪টি দল অংশ গ্রহণ করে।

খেলা শেষে বিকেলে শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস’র সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ পূর্বক সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈ, প্রধান শিক্ষক যতীন্দ্র নাথ মিস্ত্রী, প্রিয় লাল মন্ডল, হারুন অর রশিদ, আওয়ামীলীগ নেতা গিয়াস মোল্লা, শফিকুল ইসলাম সকুল, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সহসভাপতি আবদুল্লাহ লিটন প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন শিক্ষক সরদার হারুন রানা, শৈলেশ তপাদার, মাহামুদ মিঠু, সুশান্ত মজুমদার, তপন সমদ্দার, বাবুল বালা, লক্ষ্মণ বৈরাগী, আশিষ রায়।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০১৮)