স্পোর্টস ডেস্ক : এক মাসের মহাযজ্ঞের মধ্য দিয়ে পর্দা নেমেছে ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ এর। এবার আয়-ব্যয়ের হিসাব-নিকাশের পালা। এবারের বিশ্বকাপ থেকে ৪ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা ছিল ফিফার। তবে পরিকল্পনাকেও ছাড়িয়ে গেছে এবারের বিশ্বকাপের আয়ের পরিমাণ।

২০১৪ বিশ্বকাপ থেকে ফিফার আয়ের পরিমাণ সাড়ে চার বিলিয়ন ডলার। এর মধ্য থেকে প্রাইজমানির জন্য খরচ হবে ৫৭৬ মিলিয়ন ডলার। অন্যান্য খরচ বাদ দিয়ে যা থাকবে তা জমা পড়বে ফিফার তহবিলে।

ব্যয় নিয়ে শুরু থেকেই আলোচনায় উঠে আসে ব্রাজিল বিশ্বকাপ। হয় তর্ক-বিতর্ক এবং আন্দোলনও। এবারের বিশ্বকাপকে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল আয়োজন। তবে শুধু ব্যয়ই হয়নি এই আয়োজন করতে গিয়ে। আয়োজন শেষে মোটা অঙ্কের আয়ও হয়েছে ফিফার। সেটা যেনতেন আয় নয়। আয়ের পরিমাণ সাড়ে চার বিলিয়ন ডলার।

(ওএস/অ/জুলাই ১৫, ২০১৪)