নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে ৭ জুয়াড়ীকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরন করেছে থানা পুলিশ। 

থানা সূত্রে জানা যায়, উপজেলার বাবনাপাড়া গ্রামের মজিবরের বাড়ীর ঘরের ভিতরে শুক্রবার (০৭ সেপ্টেম্বর) রাতে তাস দিয়ে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানা পুলিশ ৭ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার বাবনাপাড়া গ্রামের মাদব চন্দ্র তাম্বলী (৩৫), মো. আজম হোসেন (৩০), মো. বাশার খান (৩৫), কার্তিক বিশ্বাস (২২), মো. রবিউল আলম রুবেল (২৩), মো. আজাহারুল ইসলাম শশী (২৯) ও মো. রিয়াদ হোসেন (২৩)। গ্রেফতারকৃতদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ২৫ শত টাকা উদ্ধার করা হয়েছে।

নাগরপুর থানার সেকেন্ড আফিসার এস.আই মো. সজল খান জানান, উপজেলার বাবনাপাড়া গ্রামের মজিবরের বাড়ীর ঘরের ভিতরে তাস দিয়ে জুয়াখেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুয়াড়ীকে গ্রেফতার করে শনিবার দুপুরে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

(আরএসআর/এসপি/সেপ্টেম্বর ০৮, ২০১৮)