স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম : বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষে ‘এমভি ফারদিন’ নামে একটি জাহাজ ডুবে গেছে। রবিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সন্দ্বীপ চ্যানেলের ভাসানচরের দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্বাঞ্চলের অপারেশন অফিসার লে. কমান্ডার সাইফুল ইসলাম।

কোস্টগার্ড সূত্র জানায়, সকাল ১০টার দিকে সন্দ্বীপ চ্যানেলের ভাসানচরের দক্ষিণ-পশ্চিমে এমভি বসুন্ধরা ও এমভি ফারদিন নামে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। এমভি বসুন্ধরা জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ফুটো হয়ে এমভি ফারদিন নামের জাহাজটি ডুবে গেছে। এসময় জাহাজে থাকা নাবিকেরা সাগরে ঝাঁপ দেন।

স্থানীয় জেলেদের মাছ ধরার ট্রলার ডুবে যাওয়া জাহাজ এমভি ফারদিনের ১৩ জন ক্রুকে উদ্ধার করেছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০১৮)