নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউপির সরশুনা গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ৩জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ৫টি বাড়ি ভাংচুর করা হয়েছে। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমান ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সরশুনা গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মনোয়ার মুন্সী সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের গোলজার হোসেন সমর্থিত লোকজনদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত ৭ সেপ্টেম্বর গোলজার হোসেন সমর্থিত ইজি-বাইক চালক হান্নান শেখ(৪২) কে প্রতিপক্ষ মনোয়ার মুন্সী সমর্থিত লোকজন মারপিট করে আহত করে তার ইজি-বাইকটি ভেঙ্গে দেয়। তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জের ধরে মনোয়ার মুন্সী সমর্থিত লোকজনদের ৩/৪ টি বাড়ি ভাংচুর করা হয়।

এ ঘটনার জের ধরে রবিবার দুপুর ১২ টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আতঙ্ক সৃষ্টির জন্য একটি হাত বোমার বিষ্ফোরণ ঘটনো হয়। সংঘর্ষ চলাকালে ৩জন গুরুতর আহত হয়। আহতরা হলেন, আহাদ ফকির (৪৩), ছবেদ মুন্সী(৫৮) ও নুরুল মুন্সী(৩০)।

সংঘর্ষের সময় উজ্জ্বল, মনোয়ার মুন্সী, উতার, সেফু মুন্সী ও ঠান্ডু শেখের বাড়ি ভাংচুর করা হয়। তাদেরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রবীর বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সংঘর্ষের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০১৮)