বরিশাল প্রতিনিধি : বরিশাল ঢাকা মহাসড়কের জেলার উজিরপুর উপজেলার ইচলাদিকে বাস চাপায় নিহতদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল চারটায় ইচলাদি বাজারে বাজার কমিটি এবং স্থানীয় জনতা এই সভার আয়োজন করেন।

ইচলাদি বাজার কমিটির সভাপতি আ. হক আকনের সভাপতিত্বে বক্তারা বলেন, আমরা চাইনা চালকের অবহেলার কারণে এরকম দুর্ঘটনায় স্বজন হারা হই। কেবল কর্তৃপক্ষ ঠিক ভাবে নজর দিলে এ ধরণের দুর্ঘটনা এড়ানো সম্ভব। এসময় বক্তারা আরো বলেন, গাড়ি ব্রেক ফেইল করেনি। চালক মোবাইল করছিল আর এক হাতে স্ট্রিয়ারিং ধরা ছিল। দ্রুত গতি ছিল বলে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের উপরে উঠিয়ে ১০ জনকে হত্যা এবং ৩০ জনকে আহত করে বাস থামিয়ে তবেই পালিয়ে যায়।

তাই ২৪ ঘন্টার মধ্যে এই হত্যাকান্ড ঘটানো গাড়ির চালক মো. বেলাল হোসেন বেপারীকে গ্রেফতার, নিহতদের পরিবারের ক্ষতিপূরণ এবং আহতদের যথার্থ চিকিৎসার দাবি করেন বক্তারা। নতুবা এই অঞ্চলে হানিফ পরিবহণের গাড়ি চলাচল বন্ধের পাশাপাশি বড় ধরণের কর্মসূচি দেওয়া হবে।

এই স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন। আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম সরদারসহ অন্যরা। এসময় ব্যাবসায়ীরা কালো ব্যাচ ধারণ করেন এবং ব্যাবসা প্রতিষ্ঠানে ওড়ানো হয় কালো পতাকা।

(বিএস/ওএস/জুলাই ১৫, ২০১৪)