কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারায় ব্যাক-টু ব্যাক বিদ্যুৎ উপকেন্দ্রে ভারত থেকে আমদানীকৃত আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুতের শুভ উদ্বোধন করা হবে।

সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইচভিডিসি-২ ব্লক ষ্টেশন বাংলাদেশ-ভারত ২৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র যৌথভাবে উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইতিপূর্বে ভারত থেকে আমদানীকৃত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানী করে সঞ্চালন করছে কেন্দ্রটি।

ইতিমধ্যে ভেড়ামারা গোলাপনগরস্থ ব্যাক-টু ব্যাক বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শন করে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন জানান, উদ্বোধনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বিদ্যুতের উদ্বোধন করা হবে।

(কেকে/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০১৮)