স্টাফ রিপোর্টার : ‘দেশের বিরুদ্ধে কথা বলা’ ও ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার আলোকচিত্রী ড. শহিদুল আলমের জামিন আবেদন একদিনের মধ্যে নিষ্পত্তি করার জন্য বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার তার জামিন সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে গত ৪ সেপ্টেম্বর তার জামিন শুনানিতে বিব্রতবোধ করেছিলেন হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খোন্দকার দিলুরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ করেন। আজ প্রধান বিচারপতি নির্ধারিত বেঞ্চে শহীদুল আলমের জামিন শুনানি করার পর এই আদেশ দেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১০, ২০১৮)