আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তলাঞ্চলীয় হোক্কাইদো দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। আহত হয়েছে আরও ৬৬০ জন। এখনো ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। সোমবার দেশটির সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গত বৃহস্পতিবার ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভুমিকম্পে দেশটি উত্তরাঞ্চলীয় এ দ্বীপটি সাময়িকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ভুমিকম্পের ফলে অস্ট্রিয়ার সমান এই দ্বীপে ট্রেন এবং বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়াও দ্বীপটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

দেশটির অগ্নি এবং দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থার হিসাব মতে, এখনো অন্তত আড়াই হাজারের মতো মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে। সপ্তাহজুড়ে ভুমিধস এবং ভারী বৃষ্টির কারণে ওই এলাকার অনেক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিহিদি সুগা বলেন, সেলফ-ডিফেন্স বাহিনী, পুলিশ, দমকলবাহিনী এবং অন্যান্য বাহিনীর সদস্যরাসহ চল্লিশ হাজার সদস্যের একটি দল ধ্বংসাবশেষ এবং তল্লাশি অভিযানে অংশ নিয়েছে। তবে ভূমিকম্পের পর এখন আর কেউ নিখোঁজ নেই বলেও জানান তিনি।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১০, ২০১৮)