আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় শ্রেণী কক্ষে ঢুকে ছাত্রীর সাথে কথা বলতে না দেওয়ায় শিক্ষকের উপর হামলার ঘটনায় পাঁচ বখাটেদের বিরুদ্ধে মামলা দায়ের।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঐচারমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর আবাসিক ছাত্রী ও বারপাইকা গ্রামের মিলন বাড়ৈর মেয়ে তমা বাড়ৈর সাথে স্কুল চলাকালিন সময়ে ৮সেপ্টেম্বর শ্রেণী কক্ষে ঢুকে কথা বলতে চায় বহিরাগত বখাটেরা।

শ্রেণী শিক্ষক তাপস মাখন দেউরী তাদের বাধা দিলে ওই দিন স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে শিক্ষক তাপস মাখন দেউরীর গতিরোধ করে তার উপর হামলা চালায় জুরান বেপারীর ছেলে এলাকার বখাটে আকাশ বেপারী, সুনিল হালদারে ছেলে সৈকত হালদার, উপেন বাড়ৈর ছেলে হৃদয় বাড়ৈ, মনোরঞ্জন বিশ্বাসের ছেলে নিউটন বিশ্বাসসহ তাদের সঙ্গিরা। শিক্ষকের ডাকচিৎকারে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহত শিক্ষকের স্ত্রী মনোনীতা দেউরী বাদী হয়ে রবিবার রাতে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন, নং-৫(৯.৮.১৮)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১০, ২০১৮)