মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী খাঁচায় মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। 

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) এর সহযোগিতায় এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা হাবিব, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (জাইকা) মোঃ এনায়েত হোসেন, প্রশিক্ষক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা এবং প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মোঃ আমিরুল ইসলাম। এতে উপজেলার ৯০ জন মৎস্য চাষী প্রশিক্ষনে অংশ গ্রহণ করেন।

(ইউজি/এসপি/সেপ্টেম্বর ১০, ২০১৮)