ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ডাকাত সন্দেহে ঈশ্বরদীতে এনজিও কর্মকর্তাসহ ৩ জনকে আটক করেছে পাবনা পুলিশের গোয়ন্দা শাখার (ডবি) সদস্যরা। পুলিশের গোয়ন্দা শাখার পরিদর্শক ইসলাম হোসেনর নের্তৃত্বে গভীর রাতে পরিচালিত অভিযানের সময় আরো ৩ জন দৌড়ে পালিয়ে যায়।

আটককৃতরা হলো, উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক আকমল হোসেন, দিকশাইল এলাকার পাঠানি গ্রামের জুয়েল এবং শহরের আলহাজ¦ মোড় এলাকার আজগর। জুয়েল ও আজগর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশিয়ানদের গাড়িচালক।

ডিবি’র পরিদর্শক ইসলাম হোসেন জানান, সোমবার দিবাগত গভীর রাতে ঈশ্বরদীর কালিকাপুরে পাবনা সুগার মিলের সামনের হাইওয়েতে চেকপোষ্ট বসিয়ে চলাচলরত গাড়ি তল্লাশি করা হচ্ছিল। এসময় রাস্তায় একটি মাইক্রোবাসকে থামানোর জন্য সিগন্যাল দিলে প্রথমে গাড়ির গতি শ্লথ করলেও পড়ে দ্রুতগতিতে গাড়িটি চেকপোষ্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করে । এসময় ডিবি পুলিশ তাদের গাড়ি নিয়ে ধাওয়া করে দিকশাইলের নিকট হতে ওই ৩ জনকে আটক করা হয় এবং আরো ৩ জন পালিয়ে যায়।

পুলিশ কর্মকর্তা ইসলাম আরো জানান, আটককৃতদের মদ্যপ অবস্থায় পাওয়া গেছে।

তিনি আরো জানান, এই এলাকায় একাধিক ডাকাতির কারণে পুলিশের অভিয়ান চলছে। গাড়ি না থামানোর কারণে তাদের ডাকাত বলে সন্দেহ করা হয়। গাড়িতে অবস্থানরত ৬ জনের মধ্যে ৫জন রাশিয়াদের গাড়ি চালক এবং ১ জন নিউ এরা ফাউন্ডেশনের কর্মকর্তা বলে আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল তিনটা) জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং পালিয়ে যাওয়া ৩ জনকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে ওই পরিদর্শক জানিয়েছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন ডিবি পুলিশের অভিযানে ৩ জনকে আটকের ঘটনা নিশ্চিত করেছেন।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ১১, ২০১৮)