রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বে-সরকারি সংস্থা আশা’র সারা দেশের সকল উপজেলার ন্যায় রাণীনগরের সকল ব্রাঞ্চে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার উপজেলার রাজাপুর দক্ষিণ পাড়া গ্রামের যমুনা সমিতির মহিলা সদস্য ও তার আশপাশের মহিলাদের মাঝে “চিকিৎসা সংক্রান্ত কুসংস্কার” বিষয়ে স্বাস্থ্য সচেতনতা মূলক আলোচনা করা হয়।

এতে আলোচনা করেন, আশা’র রাণীনগর অঞ্চলের সিআরএম মো: আব্দুল কাদের, ১নং ব্রাঞ্চের ম্যানেজার কামরুজ্জামান সরদার, ২নং ব্রাঞ্চের ম্যানেজার মো: আব্দুস সামাদ, সহকারি ম্যানেজার আবু হোসেন, লোন অফিসার রেবেকা সুলতানা প্রমুখ। আলোচনা সভায় দলের সভানেত্রী মোছা: আপেলা বেগম, সম্পাদক মোছা: জাহানারা আক্তারসহ শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।

(এসকেপি/এসপি/সেপ্টেম্বর ১১, ২০১৮)