গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : প্রতিবন্ধী সহায়তা সংস্থা থ্রাব এশিয়ার একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনুভব অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয পরিদর্শন করেছেন। 

পরিদর্শনকালে তারা বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের সেলাই, ঠোঙ্গা তৈরি, নৃত্য, পড়া-লেখাসহ বিভিন্ন বিষয়ের উপর অর্জিত দক্ষতা সরেজমিনে প্রত্যক্ষ করেন। প্রতিনিধিদলটি বিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য থ্রাব কর্তৃক বিনামূল্যে প্রদত্ত থ্রাব সফ্টওয়ারের বিভিন্ন সুবিধাজনক দিক নিয়ে মত বিনিময় করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসাইন, থ্রাব এর ট্রেনিং ও ইমপ্লিমেনটেশন স্পেশালিস্ট মো: হাসিন ইসরাক, মো: আসাদুজ্জামান সাজ্জাদ, গোবিন্দগঞ্জ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম মোস্তফা, অনুভব অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, সহকারি শিক্ষক মিতু রাণী সরকার, কমল চৌধুরী, মো: রায়হান ইসলাম, অফিস সহকারি মো: ওলিউর রহমান মিশু প্রমুখ।

প্রতিনিধিদলটি বিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে অর্জিত দক্ষতা দেখে মুগ্ধ হয়ে বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

(এসআরডি/এসপি/সেপ্টেম্বর ১১, ২০১৮)