জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জ সরকারি কলেজে দ্বাদশ শ্রেণির ভর্তি ফি গ্রহণে অনিয়মের অভিযোগ করেছেন ভূক্তভোগী শিক্ষার্থীরা। অতিরিক্ত ফি প্রত্যাহারের দাবীতে ক্লাস বর্জনসহ নানা কর্মসুচী পালন করেছে শিক্ষার্থীরা। 

কলেজ শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারক লিপিও প্রদান করেছে। কলেজ শিক্ষার্থীদের অভিযোগ পার্শ্ববতী বিয়ানীবাজার ও কানাইঘাট সরকারি কলেজে যেখানে ২২৩০ টাকা ফি আদায় করা হচ্ছে সেখানে জকিগঞ্জে ২৬৯০ থেকে ২৭৯০ টাকা করে আদায় করা হচ্ছে। কোন খাতে কত টাকা আদায় করা হচ্ছে এই মর্মেও কোন রসিদ প্রদান করা হচ্ছেনা বলেও তারা অভিযোগ করেন।

এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ এ.এস. এম শব্বীর আহমেদ বলেন, পরিপত্র ও বোর্ড কাউন্সিলের সিন্ধান্ত অনুযায়ী ফি আদায় করা হচ্ছে। অতিরিক্ত কোন টাকা আদায় করা হচ্ছেনা বলেও তিনি জানান।

(এসপি/এসপি/সেপ্টেম্বর ১১, ২০১৮)