স্টাফ রিপোর্টার : তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন ফেসবুকে মিথ্যা কোনো পোস্ট দিলে ৩ ঘণ্টার মধ্যেই জানানো হবে এটি গুজব। এ জন্য চলতি মাসের শেষ দিকে তথ্য অধিদফতরের অধীনে ‘গুজব শনাক্তকরণ ও নিরসন কেন্দ্র’ স্থাপন করা হবে।

বুধবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, এছাড়া আমরা একটি নম্বর দেয়ারও চেষ্টা করছি। এই নম্বরটি সব সাংবাদিকদের কাছে থাকবে। আমরা স্বপ্রনোদিত হয়েই (সুয়োমুটো) আপনাদের কাছে সংবাদটি (গুজব সংক্রান্ত সংবাদ) পৌঁছে দিতে চাই।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১২, ২০১৮)