বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক সাক্ষরতা প্রকল্পের মাস্টার ট্রেইনারদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। 

বুধবার সকালে শহরের দশানীতে এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন, বাগেরহাট উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক অগ্রজ কুমার রায়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যেবক্তব্য রাখেন, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রধান কার্যালয়ের কোর ট্রেইনার লাবন্য প্রভা দেবনাথ, শাপলা ফুলের নির্বাহী পরিচালক রেহানা পারভীন লাকি ও উদায়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ।

মাস্টার ট্রেইনারদের ৫ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালায় বাগেরহাটের সহকারী জেলা প্রাথমিক কর্মকর্তা, বিভিন্ন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তা, বেসরকারী সংগঠনের প্রতিনিধিসহ মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষনের মধ্যদিয়ে বাগেরহাট জেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্পের কার্যক্রম শুরু করা হলো।

(এসএকে/এসপি/সেপ্টেম্বর ১২, ২০১৮)