ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। 

ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব বুধবার দুপুরে বহিস্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে ঢাকায় যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় শৃংখলা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিপ্লব জানান, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে ২০১৭ সালের ১৩ই ডিসেম্বর তমালকে মৌখিকভাবে বহিস্কার করা হয়েছিল। এসময় কেন্দ্রীয় কমিটি বা পাবনা জেলা কমিটির পক্ষ হতে বহিস্কারের কোন পত্র পাঠানো হয়নি। তমালের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ছিল। দল বিষয়টি তদন্ত করে কোনো প্রমাণ না পাওয়ায় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ১২, ২০১৮)