নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) ফাইনালে বড়াইগ্রাম পৌরসভা ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বনপাড়া পৌরসভা ফুটবল একাদশ।

মঙ্গলবার বিকেলে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুজ্জামান বিজয়ী ও রানার্স আপ খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার পারভেজ, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌরসভার প্যানেল মেয়র জালালউদ্দিন জোয়াদ্দার, থানার ওসি দিলিপ কুমার দাস, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী প্রমুখ।

গত ৪ সেপ্টেম্বর বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। ফাইনালে বনপাড়া পৌরসভা দলের গোলকিপার কাউসার একটি বল ঠেকিয়ে দিয়ে দলকে বিজয়ের স্বাদ পাইয়ে দেন। মোট ৯টি দল উক্ত টুর্নামেন্টে অংশ নেয়।

(এডিকে/এসপি/সেপ্টেম্বর ১২, ২০১৮)