রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিংনা গ্রামের কুমারী বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে চার জন। 

জানা যায়, উপজেলার সিংনা গ্রামের তায়েব আলীর ছেলে শুকুর মামুদ (২৫), একই গ্রামের নাজিম উদ্দিন, কলিম উদ্দিন, শামছ্জ্জুামান ও সুমন ভোর সাড়ে ৫ টায় কুমারী বিলে মাছ ধরতে যায়। ওই সময় বজ্রপাতে শুকুর মামুদ ঘটনাস্থলে নিহত হয় এবং নাজিম উদ্দিন, কলিম উদ্দিন, শামছ্জ্জুামান ও সুমনকে আহত অবস্থায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর প্রাথমিক চিকিৎসার পর নাজিম উদ্দিন ও সুমনকে স্বজনদের কাছে ছেরে দেওয়া হয়।

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শহিদুল ইসলাম জানান, কলিম উদ্দিন ও শামছুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

(আরকেপি/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০১৮)