গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গাইবান্ধা জেলার ঐত্যিবাহী গোবিন্দগঞ্জ কলেজ সরকারিকরণের চুড়ান্ত   প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য  অধ্যক্ষ আবুল কালাম আজাদকে অভিনন্দন জানিয়েছেন গোবিন্দগঞ্জের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী ও  সূধী মহল। 

গত ১২ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় এর উপ-সচিব নাছিমা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে গোবিন্দগঞ্জ কলেজ সরকারি করণ চুড়ান্ত হয়েছে। গত ১২ আগষ্ট ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারি কলেজ হিসাবে ঘোষণা করা হলেও কিছু প্রতিবন্ধকতায় তা জটিলতার মুখে পড়ে।

অবশেষে মাননীয় সংসদ সদস্য ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদের আন্তরিক প্রচেষ্টায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় গোবিন্দগঞ্জ কলেজ সরকারি করণের প্রজ্ঞাপন জারি করেন।

এদিকে গোবিন্দগঞ্জ কলেজ সরকারি করণের প্রজ্ঞাপন জারি হওয়ার সংবাদ গোবিন্দগঞ্জে পৌছিলে স্থানীয় মানুষের মাঝে দেখা দেয় সীমাহীন আনন্দ। কলেজের পক্ষ থেকে বুধবার রাতেই গোবিন্দগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের মিষ্টিমুখ করানো হয়। সেই সাথে অনেকেই আনন্দে একে অন্যকে মিষ্টিমুখ করিয়েছে।

গোবিন্দগঞ্জ সরকারি কলেজের গর্ভনিং বডির সদস্য উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি, মোস্তাফিজুর রহমান বিরু, কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ. র.ম শরিফুল ইসলাম জর্জ, , আবু সুফিয়ান মন্ডল, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান এস,এম রিপন, তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, সাপমারা ইউপি চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আকন্দ বুলবুলসহ অন্যান্য ইউপি চেয়ারম্যান ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা এ কলেজ সরকারিকরণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদকে অভিনন্দন জানিয়েছেন।

(এসআরডি/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০১৮)