স্টাফ রিপোর্টার : বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার দেখানোর আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতির ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক শুনানি শেষে তার গ্রেফতারের আবেদনটি নামঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে মোজাম্মেলের আইনজীবী জায়েদুর রহমান বলেন, তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় আজ তিনি জামিনে মুক্তি পাবেন।

এর আগে গত সোমবার একই আদালতে কাফরুল থানার বিস্ফোরক আইনের (মামলা নং ১৩(২)১৮) করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আদালত তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে শুনানির জন্য শুনানির জন্য আজ (১৩ সেপ্টেম্বর) দিন ধার্য করেন। বৃহস্পতিবার শুনানি শেষে গ্রেফতারের আবেদনটি নামঞ্জুর করেন আদালত।

এর আগে গত শনিবার একদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য আরও ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে মোজাম্মেলের আইনজীবী জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চাঁদাবাজির ওই মামলায় গত ১১ সেপ্টেম্বর জামিন পান তিনি।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাজধানীরর মিরপুর থানায় (মামলা নম্বর-১৪) দুলাল নামের এক ব্যক্তির দায়ের করা চাঁদাবাজির মামলায় গ্রেফতার হন তিনি। ৫ সেপ্টেম্বর রাতে তাকে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন ৬ সেপ্টেম্বর তাকে আদালতে তোলা হলে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০১৮)