স্টাফ রিপোর্টার : সব সামাজিক কর্মসূচিতে দলিত জনগোষ্ঠীর জন্য বিশেষ বরাদ্দ রাখার দাবি জানিয়েছে বেসরকারি সংগঠন শারি।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে 'সামাজিক নিরাপত্তা প্রকল্প সমূহে দলিত জনগোষ্ঠী ও রাষ্ট্রের করণীয়' শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

সভায় বক্তারা বলেন, দলিত জনগোষ্ঠী জন্ম ও পেশার কারণে সমাজে নানাভাবে বৈষম্যের শিকার। যুগ যুগ ধরে বঞ্চিত এ জনগোষ্ঠীর উন্নয়নে সরকার বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। দলিত জনগোষ্ঠীর প্রতি যে সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে তার পেছনে মূলত জাত-পাত বৈষম্যই দায়ী। রবাদ্দের সঙ্গে সঙ্গে দলিত জনগোষ্ঠীকে জাতীয় পরিকল্পনায় নিয়ে আসা বেশি জরুরি।

বক্তারা আরও বলেন, দলিতদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি, শিক্ষা সহায়তা, কর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ সহায়তা নিরাপদ মাতৃত্বসেবা ভাতা, গর্ভবতী মায়েদের যত্ন ও সেবা ইত্যাদি বহুবিধ কল্যাণমূলক সেবা দলিত জনগোষ্ঠীর জন্য আরও ব্যাপকভাবে প্রয়োজন। কারণ তারা পিছিয়ে রয়েছে।

উন্নয়নের মূলধারায় আনতে হলে সামাজিক নিরাপত্তায় অর্থ বরাদ্দ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রোগ্রাম) আবু মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস, শারির নির্বাহী পরিচালক বালা বিশ্বাস প্রমুখ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০১৮)