বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে পৃথক দুটি অভিযান চালিয়ে ৩ রাউন্ড রাইফেলের গুলিসহ বনদস্যু শরীফ বাহিনীর এক সদস্য এবং ১১০ বোতল মদ ও ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। 

বৃহস্পতিবার ভোর রাতে আটক বনদস্যু ও দুই মাদক ব্যবসায়ীকে দুপুরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. আবদুল্লাহ আল মাহমুদ জানান, বৃহস্পতিবার ভোরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সুন্দরবনে পৃথক দুটি অভিযান চালায়। সুতারখালী এলাকায় বনদস্যু শরীফ বাহিনীর বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ রাউন্ড রাইফেলের গুলিসহ মাহবুবুর রহমান ঢালি (৪২) নামে এক বনদস্যুকে আটক করা হয়। আটক বনদস্যু মাহবুব খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের হাবিবুর রহমান ঢালির ছেলে।

কোস্টগার্ডের একটি দল প্রায় একই সময়ে সুন্দরবনের আংটিহারা নদীতে ‘এমভি মাস্টার সাব্বির’ নামের একটি লাইটার জাহাজে অভিযান চালিয়ে ৭০ বোতল মদ ও ৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

(এসএকে/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০১৮)