পাবনা প্রতিনিধি : জেলার চাটমোহর উপজেলায় প্রণব সাহা (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর তার মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

উপজেলার পৈলানপুরবটতলার কাছে মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত প্রণব সাহা উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত বৈদ্যনাথ সাহার ছেলে।

আহত দুজন নিহতের দোকানের কর্মচারী একই গ্রামের মৃত রঘুনাথ চক্রবর্তীর ছেলে ভোলানাথ চক্রবর্তী (৪২) ও গৌরীপুর গ্রামের রতন পালের ছেলে নিমাই পাল (৩৫)।

আটক তিনজন হলো- সদর উপজেলার হেমায়েতপুর গ্রামের মনোয়ার হোসেন, চাটমোহর উপজেলার কুমারগাড়া গ্রামের শরীফ হোসেন ও চাটমোহর পৌর সদরের ছোট শালিখা মহল্লার শহিদুল ইসলাম।

হাসপাতালে চিকিৎসাধীন নিমাই পাল সাংবাদিকদের জানান, চাটমোহর পৌর সদরের নারিকেলপাড়ার ব্যবসাপ্রতিষ্ঠানের কাজ শেষ করে প্রতিদিনের মতো মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা তিনজন। পথে পৈলানপুর বটতলার কাছে পৌঁছলে ৭-৮ জনের একদল ছিনতাইকারী রশি দিয়ে তাদের পথরোধ করে। পরে ছিনতাইকারীরা তাদের তিনজনকে রশি দিয়ে বেঁধে মারধর করে। এক পর্যায়ে প্রণব সাহাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রশি দিয়ে শ্বাসরোধ করে তার পালসার মোটরসাইকেলটি ছিনতাই করে পালিয়ে যায়।

এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর চাটমোহর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় চারজনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রণব সাহাকে মৃত ঘোষণা করেন। আহত ভোলানাথ ও নিমাই পালকে হাসপাতালে ভর্তি করা হয়।

চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন ও মৃতদেহ উদ্ধার করেছি। রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ।

(ওএস/এইচআর/জুলাই ১৬, ২০১৪)