আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যাত্রীবোঝাই মিনিবাস খাদে পড়ে অন্তত ১৬ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। 

শুক্রবার দুপুরের আগে জম্মু-কাশ্মীরের কিশতোয়ার জেলার দন্দারনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কিশতোয়ারের সিনিয়র পুলিশ সুপার রাজিন্দর গুপ্ত। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, কেশওয়ান থেকে কিশতোয়ার যাওয়ার পথে চালক গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে চেনাব নদীর ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। বাসটিতে ৩০ জনেরও বেশি যাত্রী ছিলেন। এ দুর্ঘটনায় উদ্ধার কাজ করছে উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনায় হতাহতের পর মৃতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছে রাজ্য প্রশাসন। এছাড়া আহতদের ৫০ হাজার রুপি করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। গত এক মাসের মধ্যে তিনবার বড় দুর্ঘটনা ঘটেছে বিপজনক এই সড়কে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৮)