আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মাদ্রাসা ছাত্র নিখোঁজের এক সপ্তাহ পর মাওয়া ফেরীঘাট এলাকা থেকে উদ্ধার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। উদ্ধারকৃতকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা জানান, রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া কান্দিরপাড় গ্রামের ইদ্রিস সরদারের ছেলে মো. শাওন সরদার (১৪) উপজেলা সদরের মার্কাস মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ালেখা করত। সেখানে শাওন ৩ প্যারা কোরান খতম করার পর পড়া লেখায় অমনোযোগী হওয়ায় বাবা-মা তাকে মন্দ কথা বললে গত ৮সেপ্টেম্বর শাওন পালিয়ে যায়।

শাওন নিখোঁজের ঘটনায় ওই দিন তার মা সাপিয়া বেগম আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরী করেন, নং-৫২৫। এরপর এসআই মো. জসীম উদ্দিন নিখোঁজ শাওনকে সন্ধানে নামেন। অনুসন্ধান শেষে এসআই মো. জসীম উদ্দিন বৃহস্পতিবার শাওনকে ঢাকার মাওয়া ফেরী ঘাট থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। শুক্রবার সকালে উদ্ধারকৃত শাওনকে তার মা সাপিয়া বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৮)