স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপ টুর্নামেন্টটি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে খুব জনপ্রিয় একটি টুর্নামেন্ট হয়ে উঠেছে। কারণ এই টুর্নামেন্টে গত তিন আসরের মধ্যে বাংলাদেশ দুইবার ফাইনাল খেলেছে। আবার গত জুনে নারীদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

আগামীকাল বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপের ১৪তম আসর। গ্রুপ পর্বে বাংলাদেশ লড়াই করবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে। পাঠক আসুন ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে বাংলাদেশের কিছু পরিসংখ্যান জেনে নিই।

এশিয়া কাপে বাংলাদেশের অংশগ্রহণ: এই আসরটি হবে বাংলাদেশের ১৩তম এশিয়া কাপ। ১৯৮৪ সাল থেকে এশিয়া কাপ শুরু হলে এই টুর্নামেন্টে বাংলাদেশ অংশ নেয় ১৯৮৬ সাল থেকে।

বেশি ম্যাচ: আব্দুর রাজ্জাক (১৮টি ম্যাচ)।

বেশি রান: তামিম ইকবাল (৫১৭ রান)।

বেশি উইকেট: আব্দুর রাজ্জাক (২২টি উইকেট)।

এক ইনিংসে সর্বোচ্চ স্কোর: মুশফিকুর রহিম (১১৭ রান)।

এক ইনিংসে দলীয় সর্বোচ্চ স্কোর: ৩২৬/৩ (প্রতিপক্ষ: পাকিস্তান, সাল: ২০১৪)।

এক ইনিংসে দলীয় সর্বনিম্ন স্কোর: ৮৭ (প্রতিপক্ষ: পাকিস্তান, সাল: ২০০০)।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৮)