নাটোর প্রতিনিধি : নাটোরে পূর্ব বিরোধের জের ধরে লাবু (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শহরের যুবলীগ অফিসের কাছে এ ঘটনা ঘটে।
আহত লাবু শহরের মল্লিকহাটী এলাকার নওশাদ আলীর ছেলে। তিনি নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানায়, রাতে লাবু শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে সাত/আটজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারী সারসী সরেন জানান, রাতে লাবু নামে এক যুবক গুলিবদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাত নিয়ে জরুরি বিভাগে আসেন।
তার বাম হাটুর নিচে গুলি ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।
আহত লাবুর পরিবারের দাবি মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
এদিকে, নাটোর সদর থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক ফরিদা ইয়াসমিন জানান, এ ব্যাপারে থানায় এখনও কোনো মামলা হয়নি।
(ওএস/এএস/জুলাই ১৬, ২০১৪)