আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা জানান, মাদক বেচা-কেনার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলা টেমার গ্রামের সতীশ সরকারের মাছের ঘের থেকে মুড়িহার গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে জাকির সরদার (৪০), মোল্লাপাড়া গ্রামের হাচেন হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৭), ছয়গ্রামের মন্টু মোল্লার ছেলে কাওসার মোল্লা (২৫), গৌরনদী থানার উত্তর বিল্বগ্রামের মৃত সেকেন্দার সরদারের ছেলে সোহেল সরদার (২১), একই থানার নরসিংহলপট্টি গ্রামের সহিদুল ইসলাম সরদারের ছেলে সাইফুল ইসলাম সরদার (২১)কে গাঁজ কেনা বেচার সময় এসআই শাহনুর মিয়ার নেতৃত্বে পুলিশ গ্রেফতার করেছে। এঘটনায় এসআই শাহনুর মিয়া শনিবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, নং-৮(১৫.৯.১৮)।

অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় এসআই জসীম উদ্দিন বাকাল ইউনিয়নের কোদালধোয়া গ্রাম থেকে নকুল বাড়ৈর ছেলে গাঁজা ব্যবসায়ি বীরবল বাড়ৈ (২৮)কে গাঁজাসহ গ্রেফতার করেন। ওই রাতেই এসআই জামাল বাদী হয়ে বীরবলের বিরুদ্ধে মামলা দায়ের করেন, নং-৬(১৪.৯.১৮)।

একই রাতে পাকুরিতা গ্রাম থেকে মৃত বিজয় কৃষ্ণ মন্ডলের ছেলে গাঁজা ব্যবসায়ী বিমল মন্ডল (২২)কে গাঁজাসহ গ্রেফতার করেন এসআই আব্বাস উদ্দিন। ওই রাতেই গ্রেফতারকৃত বিমলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেন তিনি, মামলা নং-৭ (১৪.৯.১৮)। গ্রেফতারকৃ দের শনিবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০১৮)