আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বাল্য বিয়ে, নারী নির্যাতন প্রতিরোধসহ সকল সামসজিক অবক্ষয় প্রতিরোধে আগৈলঝাড়ায় গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরামের আয়োজনে শনিবার সকালে আগৈলঝাড়াস্থ জেলা পরিষদ ডাক বাংলো হল রুমে ২নং বাকাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে গণশুনানি সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আঞ্চলিক পরিচালক মেহের আফরোজ মিতা, উপজেলা জাতীয় কন্যা শিশু এডভোকেসী ফোরামের সভাপতি মহাদেব বসু, ইউপি সদস্যা পবিত্র রানী বাড়ৈ, দি হাঙ্গার প্রজেক্ট’র আগৈলঝাড়া প্রতিনিধি মো.সাইফুল ইসলাম লিটন, নারী নেত্রী মায়া রানী বাড়ৈ, এনজিও প্রতিনিধি কাজল দাস গুপ্ত, আনসার ভিডিপি’র প্রশিক্ষক হানিফ মৃধা প্রমুখ।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০১৮)