নিউজ ডেস্ক : টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানিয়েছে, ফেসবুকে টিজিংয়ের অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া ফেসবুক পেজ নকল করা, অশ্লীল ছবি আপলোড করাসহ অনৈতিক অভিযোগ পেলে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিটিআরসির পরিচালক মো. সরওয়ার আলম।

সম্প্রতি অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ -এর নামে নকল ওয়েব পেজ খুলে তাতে অশ্লীল ছবি পোস্ট করার অভিযোগে আব্দুল মালেক সেলিম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার এবং সাইবার ক্রাইম শনাক্ত ও আইনের প্রয়োগ নিয়ে বিটিআরসির ভূমিকা বিষয়ে জানতে চাইলে মো. সরওয়ার আলম এসব তথ্য জানান।

সরওয়ার আলম জানান, ফেসবুকে টিজিং, পেজ নকল ও অশ্লীলতার বিরুদ্ধে কমিশন প্রক্রিয়াগতভাবে ব্যবস্থা নিয়ে থাকে। কেউ তথ্য-প্রমাণসহ অভিযোগ করলে ২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ নেয়া হয়।

পেজ বা আইডি বন্ধের প্রক্রিয়া সম্পর্কে সরওয়ার আলম বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট পেজ বা আইডিটি বন্ধ করতে প্রথমে তা ফেসবুক কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর আইনি ব্যবস্থা নিতে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারকে অবহিত করা হবে।

বিটিআরসির পরিচালক আরও জানান, এখন থেকে বিটিআরসিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সুরক্ষা দিতে সাহায্য করবে। কমিশনকে ফোনে বা ই-মেইলে অভিযোগ জানানো যাবে। কমিশনের এ উদ্যোগকে অনেকেই ইতিবাচক বলে মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, এর আগে কমিশন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ফিল্টারিংয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে একটি প্রকল্প হাতে নিলেও সেটির কাজ এখনো শুরু করতে পারেনি। তবে পরিচালক সারওয়ার ফেসবুকের অশ্লীল কনটেন্ট সরিয়ে নিতে বা ব্লক করে দিতে ফিল্টারিং প্রকল্পটির কাজ শিগগির শুরুর কথা জানান।

(ওএস/এটি/এপ্রিল ১৪, ২০১৪)