রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেতুয়া পাড়া গ্রামের এডভোকেট ফরহাদ আলীকে হত্যার অভিযোগে ওই ইউনিয়নের চেয়ারম্যান হেকমত আলী সিকদারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ৩০ আগস্ট নিহত ফরহাদ আলীর বাবা হাফিজ উদ্দিন বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঘাটাইল থানা আমলী আদালতে দঃ বিঃ ৩০২/৩৪ ধারায় এই মামলা দায়ের করেন (মামলা নং সিআর ৩৮৯/২০১৮)।

এ মামলার আসামীরা হচ্ছে সাগরদিঘী বেতুয়া পাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫), মৃত ছায়েদ আলীর ছেলে হেকমত সিকদার (৫০), মৃত রাইজ উদ্দিনের ছেলে সিদ্দিক হোসেন (৫৮), দেলোয়ার হোসেন (৫৫), আফাজ উদ্দিনের ছেলে আজিজুল (৩৫), রাইজ উদ্দিনের ছেলে ফজল হক (৫২) ও সাগরদিঘী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রাসেল (৩০)।

মামলার বিবরণ থেকে জানা যায়, দীর্ঘদিন যাবত পারিবারিক ও সামাজিক ভাবে শত্রুতা এবং বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনে হেকমত সিকদারের সমর্থন না করায় ক্ষিপ্ত হয়ে ষড়যন্ত্রমূলক ভাবে একাধিকবার ফরহাদ আলীকে হত্যার পরিকল্পনা করে। হেকমত আলী সিকদার আধিপত্য অক্ষুন্ন রাখতে তার অনুগত রাসেল প্রধান আসামী রুবেল মিয়াকে নিয়ন্ত্রণে আনে। সিদ্দিক হোসেন ও রাসেল তাদের নিজস্ব স’মিলে রুবেল মিয়াকে চাকুরী দেন। এর পর এ চক্রটি ফরহাদকে হত্যার সুযোগ খুঁজতে থাকে।

মামলার বিবরণ থেকে আরও জানা যায়, গত ১৯ জুলাই বৃহস্পতিবার ফরহাদ আলী কাজ শেষ করিয়া বিকেল বেলায় ঘাটাইল উপজেলার সাগরদিঘী বেতুয়া পাড়া গ্রামের বাড়িতে যান। পরদিন ২০ জুলাই শুক্রবার সারাদিন নিজ বাড়িতে অবস্থান করেন। ২১ জুলাই শনিবার বিকেল ৪ টায় তাদের বাসায় সামনে মফিদুল ইসলাম ও রুহুল আমীন নামের দুই জনের সাথে প্রয়োজনীয় কথা বলার সময় ফরহাদ আলীকে হত্যার উদ্দেশ্যে আসামীগণ দা, ফালা, চাপাতি দিয়ে আক্রমন করে। রুবেল মিয়া চাপাতি দিয়ে হাত, মাথা, ঘাড়, বুক, মুখ, নাক ও পিঠে কুপিয়ে জখম করে। ফরহাদ আলীর সাথে থাকা মফিদুল ইসলাম ও রুহুল আমিনের আর্তচিৎকারে আশে পাশের লোকজন এসে ফরহাদ আলীকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত ফরহাদ আলীর বাবা হাফিজ উদ্দিনের অভিযোগ, পূর্ব শত্রুতার জেড়ে এর আগে আসামীগণ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চতুর্থ তলায় ফরহাদ আলীকে মারধর করার জন্য আক্রমন করেছিলো। ওই সময় কতিপয় লোক ফরহাদ আলীকে রক্ষা করেছিলো। এ বিষয়ে ফরহাদ আলী এডভোকেট বার সমিতিতে অভিযোগ করলে ওই চক্রটি তাকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেন নিহতের বাবা হাফিজ উদ্দিন।

এ ব্যাপারে সাগরদিঘী ইউপি চেয়ারম্যান হেকমত আলী সিকদার বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ মামলায় জড়িত করা হয়েছে।

(আরকেপি/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০১৮)