সব নিয়তির খেলা

সব নিয়তির খেলা
তাঁকে করোনাকো হেলা,
দেখতে দেখতেই আমার
কেটে যায় যে বেলা।

শরতের আকাশে কখনো মেঘ,
আবার কখনো বৃষ্টি
রাতে চাঁদের কিরণ
সবার কেড়ে নেয় দৃষ্টি।

চাঁদ সূর্যের খেলা ধরণীর বুকে
চাঁদের গায়ে চাঁদ লেগে যায়
শিল্পীরা আঁকে তাঁর ছবি
নদীও বঁয়ে চলে বাঁকে বাঁকে।

কাঁশ বনে বসে তারা হাসে
আনন্দে মেলে ডানা
সঙ্গে থাকে ছানা
তাদের মন মানে না যে মানা।

ধরণীর বুকে কত খেলা
খেলিছো সারাক্ষণ
সব খেলাই তোমার প্রভু
আবার সব তোমার নিয়ন্ত্রণ।