আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মধ্যযুগের কবি বাংলা সাহিত্যর অমর কাব্য ‘মনসা মঙ্গল’’ গ্রন্থের রচয়িতা, বাংলা সাহিত্যের অমর কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত ৫শ ২৪ বছরের পুরোনো মনসা মন্দির পরির্দশন করেছেন সরকারের ধর্ম মন্ত্রনালয়ের উপ-সচিব সৌরেন্দ্র নাথ সাহা। 

সোমবার সকালে তিনি আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামে কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত মনসা মন্দির পরির্দশন করেন। এসময় মন্দির আঙ্গিনায় শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় মন্দির ভিত্তিক শিশু শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এর আগে মনসা মন্দির স্মৃতিরক্ষা উন্নয়ন ও সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

মনসা মন্দির আঙ্গিনা ও নাট মন্দির পরিদর্শন শেষে উপ-সচিব সৌরেন্দ্র নাথ সাহা মন্দির পরিদর্শন বইিতেই নিজের ন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় তার সফর সঙ্গী ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বোর্ডের ট্রাস্টি অধ্যক্ষ বিপুল বিহারী হালদার, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ দাস।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৮)