রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগায়ের রাণীশংকৈলে এক সাংবাদিকের বাড়ি থেকে ব্যাটারী চালিত অটো চার্জার বাইক চুরি হয়েছে। গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে চুরির ঘটনা ঘটে বলে জানান সাংবাদিক আনোয়ার হোসেন জীবন। তিনি জাতীয় দৈনিক আমাদের অর্থনীতির উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পৌর শহরে সাংবাদিকের ভান্ডারা গ্রামের বাড়ী থেকে চায়না অটো বাইক চার্জার গাড়ীটি চুরি করা হয়। 

এ ব্যাপারে ১৩ সেপ্টেম্বর চায়না অটো বাইক চুরি হওয়ার ঘটনায় রাণীশংকৈল থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়। এরই প্রেক্ষিতে অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান বিষয়টি আমলে নেওয়ার জন্য থানা
পুলিশের এসআই মোঃ আজগর আলীকে দায়িত্ব দেন।

১৬ সেপ্টেম্বর খোজ নিয়ে জানা যায় এ ব্যাপারে থানা কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেননি। উল্লেখ্য অটো বাইক চার্জার সহ মোটরসাইকেল, গরু, ছাগল, সরকারী অফিসের ফ্যানসহ অন্যান্য সামগ্রী চুরি হওয়ার ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। বছর জুড়ে ডাকাতি মোটরসাইকেল চায়না অটো বাইক ও গরু ছাগল চুরির ঘটনা তো রয়েছেই শুধু মাত্র চলতি বছরের আগষ্ট মাসেই পৌর শহরের ভান্ডারা গ্রামের ডাঃ বিশ্বেন রায়ের বাড়ী থেকে ২টি ডিসকভার ১০০ সিসি ও ১টি পালসার ১৫০ সিসিসহ মোট তিনটি মোটরসাইকেল ইটের প্রাচী ভেঙ্গে চুরি করা হয় গত ১২ আগষ্ট রাতে।

একইভাবে বাচোর ইউনিয়নের আমজুয়ান গ্রামের মোস্তফা আলীর ১টি বাজাজ-১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এছাড়াও এবি ফুলবাড়ী থেকে ২টি গরু চুরি হয়। এ মাসেই আবার মোহনা টিভির সাংবাদিক ফারুক সরকারের কিংটন-৮০ সিসি গাড়ীটি হাসপাতাল থেকে রাতে চুরি হয়। পরে গাড়ীটি পরিত্যক্ত অবস্থায় পুরাতন ৩নং হোসেনগাও ইউপি কার্যালয়ের পিছনের ঝোপ ঝাড় থেকে উদ্বার করা হয়।

এছাড়াও থানার এসআই ফজলুর করিমের স্ত্রীর গলার স্বর্ণের চেইন ছিনতায়ের চেষ্টার মত ঘটনা ঘটেছে। যদিও মুঠোফোনে এস আই ফজলুল করিম জানিয়েছেন ভুল বোঝাবুঝি কারনে ঘটনাটি ঘটেছে। ব্যাপকহারে চুরি বেড়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।

থানা অফিসার ইনচার্জ আঃ মান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাই আরো দুই দিন সময় দেন দেখি কি করা যায়।

(কেএএস/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৮)