আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালাতে পারে। খবরটি বিস্ময়কর মনে হলেও মার্কিন সরকারের সর্বসাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে।

আজ রেডিও তেহরানের খবরে বলা হয়েছে, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এ প্রতিবেদন তৈরি করেছে। এতে বলা হয়েছে, পিয়ংইয়ং তার উনহা-৩ রকেট ব্যবহার করে দক্ষিণ দিক থেকে যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে। ওই প্রতিবেদনের একটি কপি নিরাপত্তা বিষয়ক মার্কিন কংগ্রেসের উপদেষ্টা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক পিটার ভিনসেন্ট প্রাই’র হাতে এসেছে।

তিনি বলেছেন, দক্ষিণ দিক দিয়ে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার মতো কোনো সতর্কীকরণ রাডার বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়নি।

প্রাই বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় ধরনের কোনো ব্যবস্থা নেয়ার কথা ভাবছে উত্তর কোরিয়া।
পিয়ংইয়ং বহুদিন ধরে অভিযোগ করে আসছে, মার্কিন সরকার তার এশিয় মিত্রদের সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার সরকার উৎখাতের পরিকল্পনা করছে। সরকার পরিবর্তনের যেকোনো প্রচেষ্টার কঠোর জবাব দেয়ারও হুমকি দিয়ে রেখেছে উত্তর কোরিয়া।

এ ছাড়া, পিয়ংইয়ংক সাম্প্রতিক সময়ে রকেট ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং চতুর্থ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর হুমকি দিয়েছে। উত্তর কোরিয়া বলেছে, যতক্ষণ পর্যন্ত মার্কিন হুমকি বজায় থাকবে ততদিন নিজের অতিরিক্ত সামরিক শক্তি প্রদর্শন করে যাবে দেশটি।
কোরিয় উপদ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যখন বার্ষিক যৌথ মহড়া চালাচ্ছে তখন এ হুমকি দেয় উত্তর কোরিয়া। এ মহড়াকে পিয়ংইয়ং দেশটির ওপর হামলার মহড়া বলে নিন্দা জানিয়েছে। গত বছরের মহড়ার সময় উত্তর কোরিয়া আগাম পরমাণু হামলা চালানোর হুমকি দিয়েছিল এবং মার্কিন স্টিল্‌থ বোমারু বিমানগুলো কোরিয় উপদ্বীপের আকাশ দিয়ে উড়ে গিয়েছিল।

(ওএস/এএস/এপ্রিল ১৪, ২০১৪)