হুমায়ুন কবির জীবন, কুমিল্লা : নিয়মতান্ত্রিক ট্রেড ইউনিয়ন কার্যক্রম পরিচালনা কাজে সফল বাধা দূর করে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, বহিরাগত হস্তক্ষেপ বন্ধ করা, রং মিস্ত্রীদের সরকারিভাবে তালিকা সংরক্ষণ করে পরিচয়পত্র প্রদান করা, কাজের নিরাপত্তা নিশ্চিত করা, ইউনিয়নের পরিচয়পত্র ছাড়া অপরিচিত লোকদের কাজ প্রদান বন্ধ করা, দুর্ঘটনার শিকার ও পোশাকে ব্যাধিতে আক্রান্ত রং মিস্ত্রীদের ক্ষতিপূরণ, চিকিৎসা এবং কল্যাণ তহবিল থেকে আর্থিক সহযোগিতা, সন্তান ও স্বজনদের শিক্ষা চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, চাঁদাবাজ, মাস্তান, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে কুমিল্লাা জেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়ন আজ কুমিল্লা মহানগরে প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে।

মঙ্গলবার সকাল ১১ টায় কান্দিরপাড় টাউন হলের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কর্মসূচী পালন কালে ৫ দফা দাবিতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জলি তালুকদার, ট্রেড ইউনিয়ন আর্ন্তজাতিক কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক মঞ্জুর মঈন, কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক পরেশ কর, কুমিল্লা জেলা রং মিস্ত্রী শ্রমিক ইউনিয়নের সভাপতি মিন্টু মিয়া, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহ-সাধারণ সম্পাদক নান্নু চৌধুরী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক কিংকর চন্দ।

(এইচকেজি/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০১৮)