রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলে চোলাই মদসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। মঙ্গলবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া কলেজপাড়া ঋষিবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পরেশ রবি দাসের ছেলে অনিল রবি দাস (৪০), মৃত মনিলাল রবিদাসের স্ত্রী লক্ষী রাণী রবি দাস (৬০), গোপাল রবি দাসের স্ত্রী রুমা রবি দাস (৪০) এবং গোপাল রবিদাসের স্ত্রী জোৎস্না রবি দাস (৪৫)। এ সময় তাদের কাছ থেকে ৭৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল করটিয়া কলেজপাড়া ঋষিবাড়ী এলাকার লক্ষী রাণী রবি দাস এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ৭৬ লিটার দেশীয় চোলাই মদসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে টাঙ্গাইল সদর থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী দেশীয় চোলাইমদ সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছিল।

(আরকেপি/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০১৮)