আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় জেলার উজিরপুর উপজেলার একটি বেসরকারী সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন।

উপজেলার শোলক এলাকায় ভলান্টারী অর্গানাইজেশন ফর সোসাল ডেভেলপমেন্ট (ভোসড)’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভার প্রধান অতিথি হাইকমিশনার জুলিয়া নিবলেট সংস্থার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের খোঁজখবর নিয়ে ভূয়শী প্রশংসা করেন। একইসাথে তিনি উপজেলার বিভিন্ন পর্যটক কেন্দ্র সম্পর্কে প্রাথমিক ধারনা নিয়েছেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনের সিনিয়র কার্যক্রম পরিচালক মো. শাহরিয়ার আলম, উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন ভোসড’র নির্বাহী পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান। সভার শুরুতে হাইকমিশনার জুলিয়া নিবলেট ভোসড’র প্রধান কার্যালয়ের সামনে পৌঁছলে স্থানীয় শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০১৮)