ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাটিকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মনিন্দ্র চন্দ্র বর্মণ (৫০)। তিনি উপজেলার ধামশুর গ্রামের সচিন্দ্র চন্দ্র বর্মণের ছেলে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড খীরু ব্রিজ সংলগ্ন শেফার্ড ডায়িং মিলস লিমিটেড ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই ফ্যাক্টরির মাটি কাটার দৈনিক লেবার হিসেবে কাজে যোগ দেন তিনি। কাজ করার সময় একটি লোহার রড সরাতে গেলে পাশ দিয়ে নেয়া পিডিবির ১১ হাজার ভোল্ডের সঞ্চালন লাইনে রডটি জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, যে স্থানে কাজ হচ্ছে তার উপর বিদ্যুতের শক্তিশালী সঞ্চালন লাইন থাকার পরও মিল কর্তৃপক্ষের অসাবধানতা ও অবহেলার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।
ফ্যাক্টরীর জেনারেল ম্যানেজার মো. মোখলেছুর রহমান জানান, নিহত মনিন্দ্র চন্দ্র বর্মণ দৈনিক লেবার হিসেবে এখানে ৬/৭ বছর ধরে কাজ করছেন। তার অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
(ওএস/এএস/জুলাই ১৬, ২০১৪)