স্টাফ রিপোর্টার : পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হককে সিনিয়র সচিব করা হয়েছে। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে এক বছরের জন্য চুক্তিতে নিয়োগও পেয়েছেন তিনি। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শহীদুল হকের চাকরির মেয়াদ শেষ হবে। চুক্তিতে মেয়াদ বৃদ্ধির আদেশ ৩১ ডিসেম্বর বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ৬ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। ২০১২ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০১৮)