রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : একটি বন্দুক, একটি পাইপগান ও ৫ রাউণ্ডগুলিসহ র‌্যাব দু’ ডাকাতকে আটক করেছে। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে এ আটক ও উদ্ধারের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ইন্দ্রনগর গ্রামের নবাব আলী সরদারের ছেলে শহীদুল ইসলাম(৩০) ও আশাশুনি উপজেলার বসুখালি গ্রামের মোহাম্মদ আলী ফকিরের ছেলে আমিরুল ইসলাম (৩২)।

খুলনা র‌্যাব-৬ এর সহকারি উপপরিচালক লুৎফর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের ইন্দ্রজিৎ মণ্ডলের মাছের ঘেরের পাশে রাস্তার উপর দু’ যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের বাড়ি থেকে একটি পাইপ গান, একটি বন্ধুক ও ৫ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান জানান, এ ঘটনায় র‌্যাব-৬ এর ডিএডি লুৎফর রহমান বাদি হয়ে শহীদুল ও আমিরুলের নাম উল্লেখ করে মঙ্গলবার রাতে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। বুধবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০১৮)