রাজবাড়ী প্রতিনিধি : ‘সাপ ও বন্য প্রাণী বাঁচান, পরিবেশের ভারসাম্য রক্ষা করুন’ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার রাজবাড়ীতে আন্তর্জাতিক সর্প দিবস পালিত হয়েছে।

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের কাশদহ গ্রামে গড়ে ওঠা রাজবাড়ী স্নেক ফার্মের উদ্যোগে বেলা ১১ টায় কালুখালী উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সকলকে আহ্বান জানানো হয়। বলা হয়, সাপের কামড়ে ঝাড়ফুঁক কোন চিকিৎসা নয়। সাপে কামড় দিলে অবশ্যই সাথে চিকিৎসা নিতে হবে।

সাপ সম্পর্কে ভুল ধারণা পাল্টানোর জন্যও সকলের প্রতি আহ্বান জানানো হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসব অনুষ্ঠানে যোগদান করে।

(এসএস/জেএ/জুলাই ১৬, ২০১৪)