আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলার আর্থ সামাজিক উন্নয়নের কৃষি ভিত্তিক প্রকল্প পরিদর্শণ করলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া হাইকমিশনার জুলিয়া নিবলেট ।

উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি সার্বজনীন মন্দির প্রাঙ্গনে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সুফল ভোগীদের সাথে মত বিনিময় করেন তিনি।

এর আগে হাইকমিশনার জুলিয়া নিবলেট আগৈলঝাড়া এলাকায় পৌঁছলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার ও আওয়ামী লীগ নেতা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আমবাড়ি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হাইকমিশনার জুলিয়া নিবলেট বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নের কৃষি ভিত্তিক প্রকল্পের ভুয়শী প্রশংসা করেন।

সভায় বক্তব্য রাখেন এগ্রিকালচার টেকনিক্যাল এ্যাডভাইজার (আমেরিকা) সিএসএস কমল ভট্টাচার্য্য, জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার ও আওয়ামীলীগ নেতা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান জসীম সরদার, স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক জগদীশ বৈষ্ণব, নিলিমা বিশ্বাস প্রমুখ।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০১৮)