বাগেরহাট প্রতিনিধি : মোংলা কোষ্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে মোংলা বন্দরের পশুর নদীর অপর পাড়ে বাজুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে বিরল প্রজাতির ১টি তক্ষক উদ্ধার করেছে। এসময়ে বন্যপ্রানী পাচারকারীরা কোষ্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাক্সে রাখা তক্ষকটি ফেলে পারিয়ে যায়। ১২ ইঞ্চি লম্বা ও ৩০০ গ্রাম ওজনের উদ্ধারকৃত তক্ষকটি চোরাবাজার মূল্য ৯৫ লাখ টাকা বলে কোষ্টগার্ড নিশ্চিত করেছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. জাহিদ আল হাসান জানান, উদ্ধারকৃত তক্ষকটি বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট অফিসের কর্মকর্তার কাছে হস্তান্তরের পর দুপুরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের এই কর্মকর্তা আরও জানান, তাদের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে বনদস্যুতা, মাদক নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষায় কোস্টগার্ড অভিযান অব্যাহত রেখেছে।

(এসএকে/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০১৮)